July 14, 2020
  • বিশ্বব্যাপী সুস্থ হওয়ার সংখ্যা ৬৫ লাখ ছাড়াল
  • সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সংকেত
  • রাজধানীতে বাসায় বাসায় ‘টু লেট’, বিপাকে বাড়িওয়ালারা
  • ঢাকা-টরেন্টো-নিউইয়র্কের আকাশে পাখা মেলবে বিমান
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ২৩৯ গবেষকের চ্যালেঞ্জ
  • এসএসসি-সমমানের ফল প্রকাশ
  • ধাপে ধাপে খোলা হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী
  • জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ শিক্ষার্থী
  • সুস্থ হওয়ার ৬ মাস পর আবার আক্রান্ত হতে পারেন করোনায়!
  • ডেল্টা হসপিটালের কাট অফ প্রাইস ১১ টাকা

রাজধানীতে ঝড়ের তাণ্ডব, নিহত ৩

jorr
বাংলার নিউজ ডট কমঃ রাজধানীর উত্তর বাড্ডায় ঝড়ে গাড়ির পাকিংয়ের দেয়াল ধসে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় ইফতারের পরপর হঠাৎ দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টি শুরু হলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বুলবুল বিশ্বাস (২৮) ও তপন (২৭)। তবে অপর জনের পরিচয় এখনো জানা যায়নি।

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানান বাড্ডা থানার এসআই গোলাম মোস্তফা।

এ ঘটনায় আহত একজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়ে তিনি বলেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, উত্তর বাড্ডায় প্রাণ সেন্টারের পাশে একটি দেয়াল ধসে তিনজন আহত হয়। এর মধ্যে ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ও একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। তবে তিনজনই নিহত হয়েছে বলে জানতে পেরেছি।

বিভাগ - : জাতীয়

কোন মন্তব্য নেই

মন্তব্য দিন