September 21, 2020
  • বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সাড়ে ৮ লাখ ছাড়াল
  • প্রণব মুখার্জির জন্য রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ
  • চতুর্থ দফা রিমান্ড শেষে ওসি প্রদীপ কারাগারে
  • মাদারীপুরের জেলা প্রশাসকের নামে ২ মামলা
  • মাদারীপুরের জেলা প্রশাসকের নামে ২ মামলা
  • দিল্লিতে শেষকৃত্য, শোকে-শ্রদ্ধায় প্রণবের বিদায়
  • নদীর পাড়ের শিক্ষাপ্রতিষ্ঠান সরিয়ে নিন : প্রধানমন্ত্রী
  • জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ হাইকোর্টের
  • স্বাস্থ্য সচিব ও ডিজি’র বিরুদ্ধে আদালত অবমাননা রুল
  • সেনা বিদ্রোহের মুখে মালির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদত্যাগ

বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ ১ কোটি ১৩ লাখ

kkp
বাংলার নিউজ ডট কমঃ চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ১৩ লাখ ২৬ হাজার ৪৩৩ জন। সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৮০ লাখ ১৩ হাজার ১৮৯ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৭১৮ জন।

আজ রবিবার (২ আগস্ট) এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ তথ্য জানিয়েছে করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

করোনায় সংক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বিপর্যস্ত এই দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৪৭ লাখ ৬৪ হাজার ৩১৮ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৮৯৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৩ লাখ ৬২ হাজার ৯০৩ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ২৭ লাখ ৮ হাজার ৮৭৬ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৯৩ হাজার ৬১৬ জনের। আর এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৮৪ হাজার ৫১ জন।

এদিকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ১৭ লাখ ৫১ হাজার ৯১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৩৭ হাজার ৪০৩ জনের এবং সুস্থ হয়েছেন ১১ লাখ ৪৬ হাজার ৮৭৯ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৮ লাখ ৪৫ হাজার ৪৪৩ জন। আর মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫৮ জনের।

সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ১৩২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৩৬ হাজার ২৫৩ জন।

বিভাগ - : জাতীয়

কোন মন্তব্য নেই

মন্তব্য দিন