August 18, 2019
  • ডেঙ্গু প্রতিরোধে সেনানিবাসে পরিচ্ছন্নতা অভিযান
  • ভার‌তের সা‌বেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মারা গে‌ছেন
  • সুষমা স্বরাজের মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক
  • ‘বন্দুকযুদ্ধে’ ২০ মামলার আসামিসহ নিহত ২
  • বিনিয়োগকারী ও গণ মাধ্যমকে দায়িত্বশীল হওয়ার আহবান
  • যুক্তরাষ্ট্রে গুলিবর্ষণের ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা
  • সম্প্রচার খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে: তথ্যমন্ত্রী
  • ফখরুলসহ বিএনপির চার নেতাকে আত্মসমর্পণের নির্দেশ
  • ফটোসেশন করলে হবে না, কাজ করুন: ওবায়দুল কাদের
  • মশা মারতে গিয়ে যুবকের মৃত্যু

রবিবার পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ

dsecselogo
বাংলার নিউজ ডট কমঃ রবিবার, ২৪ মার্চ পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারে লেনদেন। কমেছে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর। এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ কমেই চলেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫১২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৮১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭২ পয়েন্টে।

ডিএসইতে সূচক কমে ৫৪ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কমে নেমে এসেছে। এর আগে চলতি বছরের ২ জানুয়ারি ডিএসইএক্স আজকের চেয়ে কমে অবস্থান করছিল। ওই দিন ডিএসইএক্স ৫ হাজার ৪৯৬ পয়েন্টে অবস্থান করছিল।

ডিএসইতে রবিবার টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৫৪ কোটি ৩৫ লাখ ১৪ হাজার টাকার। যা গত কার্যদিবস থেকে ৩৬ কোটি টাকা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৩৯০ কোটি ৯৯ লাখ ২ হাজার টাকা। এবং ডিএসইর আজকের লেনদেন ৫৯ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর ডিএসইর লেনদেন আজকের চেয়েও কম হয়েছিল। ওইদিন লেনদেন হয়েছিল ৩৫৩ কোটি টাকার।

রবিবার ডিএসইতে ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭ শতাংশ বা ৯৪টির, কমেছে ৬০ শতাংশ বা ২০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩ শতাংশ বা ৪৩টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৮৮ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

বিভাগ - : শেয়ারবাজার

কোন মন্তব্য নেই

মন্তব্য দিন