April 21, 2019
  • বেতনের দাবিতে বাড্ডায় সড়ক অবরোধে পোশাক শ্রমিকরা
  • ‘আমার পিতা শেখ মুজিব’ উৎসবের উদ্বোধন আজ
  • মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১৩
  • ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
  • চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • জরুরি সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
  • পদ্মা সেতুর একাদশ স্প্যান বসবে ২৩ এপ্রিল
  • ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করবো না : হাইকোর্ট
  • ব্রিটেনে তারেক-জোবাইদার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
  • দুর্যোগে করণীয় নিয়ে ব্যাপক প্রচারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

দিনাজপুরে ট্রাক খাদে পড়ে চারজন নিহত

sarak7
বাংলার নিউজ ডট কমঃ দিনাজপুরের পার্বতীপুর কয়লাখনি এলাকায় ঘনকুয়াশার কারণে কাঠবোঝাই ট্রাক খাদে পড়ে ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১২টায় কয়লা খনি পয়েন্ট গেট এলাকায় ঘটনাটি ঘটে।

বড়পুকুরয়িয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ইনচার্জ (এসআই) ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- জাকিরুল ইসলাম (৪৫), ইসমাইল হোসেন (৩৬), রেজাউল করিম (৪০) ও দিলীপ সিংহ। আহত ৫ জনকে পার্বতীপুর ও ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎকরা জানিয়েছেন।

এ ঘটনার পর ট্রাক চালক পলাতক রয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি বুধবার সকালে উদ্ধার করেছে বলে জানিয়েছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম।

ওসি মাহবুবুল আলম জানান, মঙ্গলবার রাত ১২টায় টার দিকে উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে ২৫-৩০টি ইউক্যালিপটাসের গাছ কেটে ট্রাকে বোঝাই করে ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের বড়পুকুরিয়া কয়লা খনির সামনে ঘন কুয়াশার কারণে ট্রাকটি খাদে পড়ে যায়। এসময় হতাহতের ঘটনা ঘটে।

আহত মজিবর রহমান ও আসাদ আলী বলেন, তারা ৯ জন শ্রমিক রাত সাড়ে ১১টার দিকে পার্বতীপুর উপজেলার ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে প্রায় ৩০টি গাছ কেটে ট্রাক বোঝাই করেন। কাঠ বোঝাই সেই ঢাকাগামী ট্রাকে করে তারা বাড়ী ফিরছিল। ট্রাকটি বড়পুকুরিয়া কয়লা খনি গেটের সামনে গেলে অতিরিক্ত ঘন কুয়াশার কারণে ট্রাকটি খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা ৯ শ্রমিকের মধ্যে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয় এবং ৫ শ্রমিক আহত হয়। নিহত ও আহতদের বাড়ী দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার হরিলাকুল গ্রামে।

পার্বতীপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।

বিভাগ - : আঞ্চলিক সংবাদ

কোন মন্তব্য নেই

মন্তব্য দিন