August 18, 2019
  • ডেঙ্গু প্রতিরোধে সেনানিবাসে পরিচ্ছন্নতা অভিযান
  • ভার‌তের সা‌বেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মারা গে‌ছেন
  • সুষমা স্বরাজের মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক
  • ‘বন্দুকযুদ্ধে’ ২০ মামলার আসামিসহ নিহত ২
  • বিনিয়োগকারী ও গণ মাধ্যমকে দায়িত্বশীল হওয়ার আহবান
  • যুক্তরাষ্ট্রে গুলিবর্ষণের ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা
  • সম্প্রচার খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে: তথ্যমন্ত্রী
  • ফখরুলসহ বিএনপির চার নেতাকে আত্মসমর্পণের নির্দেশ
  • ফটোসেশন করলে হবে না, কাজ করুন: ওবায়দুল কাদের
  • মশা মারতে গিয়ে যুবকের মৃত্যু

চাঁদপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

chh
বাংলার নিউজ ডট কমঃ চাঁদপুরের শাহরাস্তি এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। চাঁদপুর-কুমিল্লা সড়কের শাহরাস্তির কাকৈরতলায় রবিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জেলার পুলিশ সুপার জিহাদুল কবির এ খবর নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশুসহ চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর আরো এক নারী মারা যান।

নিহতদের সবাই অটোরিকশার যাত্রী। এদের মধ্যে দু’জন মা ও ছেলে।

নিহতরা হলেন শাহরাস্তি উপজেলার সাহাপুরের আবুল কালাম (৬৫), কচুয়ার আশ্রাফপুরের রণজিৎ চন্দ্র মজুমদার (৭৫), আশ্রাফপুর ইউনিয়নের ভবানিপুরের জান্নাতুল ফেরদৌস মনি (২৭) ও তার ছেলে রোমান (৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, টঙ্গীগামী কর্ডোবা বাস এবং চাঁদপুরমুখী সিএনজিচালিত অটোরিকশা চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের কাকৈরতলা বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা যায়।

স্থানীয়রা জানান, বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-০৫১১। দুর্ঘটনার পর বাসের চালক-হেলপার পালিয়ে গেছে। বাসটি ঘটনাস্থলেই রয়েছে।

দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ জানিয়েছে, এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, এ দুর্ঘটনায় পাঁচজন মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

বিভাগ - : আঞ্চলিক সংবাদ, জাতীয়

কোন মন্তব্য নেই

মন্তব্য দিন