বাংলার নিউজ ডট কমঃ কেন্দ্র দখল ও অনিয়ম নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগের সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘‘পৌরসভা নির্বাচনে সারা দেশে বিভিন্ন কেন্দ্রে ৩ শতাংশেরও নিচে অনিয়ম হয়েছে।’’
বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
পাশাপাশি পৌরসভা নির্বাচনে শেষ পর্যন্ত মাঠে থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপিকে ধন্যবাদ জানান হানিফ।
হানিফ বলেন, ‘‘বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া এভাবে ঢালাও অভিযোগ করার কারণ নেই। সারা দেশে ২৩৪টি পৌরসভার মধ্যে ৩ হাজারেরও অধিক কেন্দ্রের মধ্যে এই সংখ্যাটা অত্যন্ত নগণ্য। এটা তিন শতাংশেরও নিচে। সেই বিবেচনায় বিএনপির অভিযোগ যদি সত্য হয়, তাহলে বলা যেতে পারে এই সংখ্যাটি অত্যন্ত নগণ্য এবং এটা বিচ্ছিন্ন ঘটনা।’’
তিনি দাবি করেন, অতীতের অনেক স্থানীয় নির্বাচনের তুলনায় এ নির্বাচন সুষ্ঠ, অবাধ এবং উৎসবমুখর পরিবেশে হয়েছে।